বালখিল্যতায় কাটিয়ে দিলাম তো কাল,
জীবনের গভীর উপলব্ধিকে অনুধাবন না করে-
ভাবিনি কখনও এমনটি হবে,
কালের কন্ঠে রজ্জু হয়ে ঝুলে রইবো।


অস্বাভাবিকতারও তো সীমা আছে-
তাহলে কি ভুল পথে এতোদিন প্রাণপাত?


হায়রে অদৃষ্ট!
কেনো করো মোর সাথে এতো পরিহাস?
প্রাপ্তি-অপ্রাপ্তির বেড়াজালে বেঁধে
পাইনাকো পরিত্রাণ।


তবেকি, কালান্তরের খেয়া বেয়েই
ধাবমান হবো, কোনও এক অজ্ঞাত গন্তব্যে!