হাতে নিয়ে আমি
সময়ের তীর, ধনুক
বসে আছি হেথা জীবনের পথে
ব্যাকুল, উৎসুক।
আসলে সামনে কোন সুযোগ
ধনুকে দেবো টান
সুযোগ হবেনা আর হাতছাড়া
লাগবে আমার বাণ।
সকাল গেলো, সন্ধ্যা গেলো
রাতের দেখা এলো
সুযোগটাতো আর দেখিনা
কাটে প্রহর গুলো।
এভাবেই যে পেরোয় সময়
রয়ে যাই প্রতীক্ষায়
কখন জানি আসবে সুযোগ
হেথা বসে থাকা তায়।