সম্বিত
হাকিকুর রহমান


মানব কল্যাণে করিলাম উৎসর্গ সারাটি জীবন
হইবে এদশা,
করিতে পারি নাই তাহা অনুধাবন!
অন্তরে প্রোথিত হয় এক করুণ বেদনা
সবই কি তাহা হইলে, 'গতস্য শোচনা'!!
কি হেরি, কি ক্ষণে, লইলাম প্রতিজ্ঞা
'সকলি গরল ভেল',
পাইনু আজ শুধু অবজ্ঞা!!!
দেখি নির্লিপ্ততা চারিদিকে, লক্ষ্যভ্রষ্ট চিন্তা-চেতনা
নিষ্প্রভ অভিলাষে, 'কাকস্য পরিবেদনা'....