অসময়ে আসা শাওনের বারি
ঝরিছে অঝোর ধারায়,
ধারণ করিয়া ঘণ শ্যাম রঙ
গগন নিজেকে হারায়।


সখী চখা-চখি শাখেতে ভিজিয়া
আকুল আঁখিতে চাহে,
আহ্লাদে ভরি চাকত-চাতকী
সেই চেনা সুরে গাহে।


সারা গা ভিজিয়া কোন বিরহিনী
যায় কোন অভিসারে,
আঁখি ছলোছল, বারি টলোমল
কেবা ডাকিলো যে কারে।


পথের কিনারে পড়িয়া রহিলো
ঝরা বকুলের থোকা,
বিষাদ ছড়ানো মনের উঠানে
লাগিলো যে ঘুণপোকা।


আবেশের বশে ডাকে যে কাহারে
দিবেনাতো কেউ সাড়া,
মরমের কথা রহিলো লুকানো
নেই তার কোন তাড়া।