ছড়া- শরতের সকাল


বিলের জলে সিনান করে
সাদা বকের দল,
শরৎ কালের এই সকালে
বায়ু সুনির্মল।
মাছরাঙাটি বসে আছে
নলখাগড়ার ডালে,
সিন্ধুঘোটক গা শোকালো
কংশ নদীর নালে।
মাতামুহুরী, ইছামতি
শুকিয়ে হলো সারা,
কোন মতে বয়ে চলে
নেইকো আগের ধারা।
শঙ্খচিল উড়ছে দূরে
সুনীল গগনে,
আম্রপালী সুবাস ছড়ায়
কোন সে কাননে।
ভোরের আলো লাগলো চোখে
আশা জাগায় বুকে,
হলদেঝুঁটি গাছের শাখে
গাইছে পরম সুখে।
শিশুর হাতে পায় যে শোভা
রঙিন বর্ণমালা,
বনমালীনি ছুটছে বনে
নিয়ে ফুলের ডালা।
কান্না-হাসির মিলন মেলা
এদেশ অপরূপা,
ঋতুচক্রের আবর্তনে
হয় সে নবরূপা।