নায়ের মাঝী, গাঁয়ের চাষী
আয়রে সবাই আয়
ঘাটে যাওয়ার, মাঠে যাওয়ার
সময় বয়ে যায়।।
তরীতে পাল তুলতে হবে
লাঙলে হাল জুড়তে হবে।
নদীর পানি উছলায়
ধানের মাঠে ঢেউ খেলায়।
নদীতে আজ উঠলো বান
ঘরে তোলো বিন্নি ধান।
বসে থাকার সময় নাই
কোমর বেঁধে উঠো তাই।।