থাকুক পড়ে চিন্তা চেতনাগুলো
ধরার ধুলোয় মিশে,
থাকুক পড়ে বেহায়া ইচ্ছেগুলো
যেখানে সেখানে ছড়ানো
পাইনে তো তাই, অন্য দিশে।


থাকুক পড়ে অসহ্য যন্ত্রণাগুলো
পথের পাশে দাঁড়িয়ে,
থাকুক পড়ে অসামঞ্জস্যতাগুলো
নেয় নিক, দু’হাত বাড়িয়ে।


থাকুক পড়ে মঙ্গল-কল্যাণের কথাগুলো
রোজনামচার পাতা ভরে,
থাকুক পড়ে পরিত্রাণগুলো
ঘুণে ধরা সমাজটার হাত ধরে।


থাকুক পড়ে পরিশুদ্ধিত প্রকাশগুলো
আধাঁরের মাঝে লুকোনো,
থাকুক পড়ে হিসেবের খাতাটি
অনিয়ন্ত্রিতভাবে, কারণ আসল
হিসেবটাতো হয়নি এখনও চুকোনো।