প্রান্তরহীন সীমাবদ্ধতার কাছে বন্দী
হওয়া, এ কোন উপনিশদ্?
উপলক্ষ্যহীন সমঝোতা ফেরি করে
ফেরা, এখানে-ওখানে অসামঞ্জস্যতায়।


জীবনের অচেনা বুদবুদগুলো
অসময়েই কি চুপসে যায়?
প্রকৃতির সাথে বিরোধীতা করে
কোন সভ্যতাই টিকে থাকেনি কোনওকালে।


প্রাচীন প্রণয় কি সর্বকালেই
ক্ষণস্থায়ী হয়?
রঙিন অহঙ্কারগুলো চিরকালই
বৈসাদৃশ্য আচরণে বিভোর হয়।


শতাব্দীর সূর্যরশ্মির আমন্ত্রণে
কেইবা নিশুতি জাগে?
পারমুখাপেক্ষী আবেগের প্রলেপে
কখনও বিষাদকে যায়নাতো ঢাঁকা।


ভবিষ্যতের সাথে পাঞ্জা লড়াতে
কিসের স্বার্থকতা?
বিশ্বাসহীন নিঃশ্বাসের সাথে
আমৃত্যু, যবনিকাপাতের আশাতেই থাকা।

(“মুক্ত বিহঙ্গ” কাব্য থেকে)