কলিঙ্গিকে কইলাম,
তুই তো মার খেতে পারিস রে-
তা তোর গতরের চামড়া কি
খুবই পুরু?


ও, বিষাদ জড়ানো কন্ঠে কইলো,
বাবু, কি আর কইবো,
কানে কত আরই বা সইবো,
দিয়েছি তো সেথায় কুলো-
সারাক্ষণ তো থাকি লাঠির ডগায় গো।


সেই হাফ প্যান পরা কালে,
মা মরা হয়েছি-
বাপ, খেতে দিতে না পেরে
এই বাড়িখানায় রেখে গ্যাছে,
এইটা মনে করে যে, একটুকু
পেটপুরে খেতে পারবো।


তা, আধপেটা উচ্ছিষ্ট খেয়েই
তো বেশ আছি, হাফ প্যানটা
ছ্যাঁড়া প্যানে রূপ নিয়েছে,
আর সাথে বকশীষ পাই
লাথি, কিল, ঘুষি, খুন্তির ছ্যাকা।


তবুওতো
আছি বেশ ভালই গো,
কারণ, পিঠে তো বেঁধেছি
বহু আগেই, ভাঙ্গা কুলো।


(“মুক্ত বিহঙ্গ” কাব্য থেকে)