বিষ্টি এলো বিষ্টি এলো
আকাশ থেকে মেঘ বালিকা
খুশির ধারায়  ভিজিয়ে দিলো
ভরা দুপুর রোদ হারালো
গোধূলীর আঁধার এলো
দখিন হাওয়ায় ঝাপটা এসে
অনুরাগের ছোয়া দিলো।


বিষ্টি এলো বিষ্টি এলো
বিজলীর আলোর ছটা
চঞ্চলতা ছড়িয়ে দিলো।
পাতায় পাতায় টাপুর টুুপুর
বনে বনে সুর ছড়ালো
মনের ঘরে দোলা দিয়ে
কামিনীর গন্ধ এলো।


বিষ্টি এলো বিষ্টি এলো
ঝরনা ধারায় বন্যা এলো
বুকের মাঝে ছন্দ এলো
উদাস চোঁখে মেঘের ছায়া
মায়াময় আবেশ দিলো
ঘরের চালে জল পরী
ঘুঙুর পায়ে নাচতে গেলো।


বিষ্টি এলো বিষ্টি এলো
ভালবাসার স্বপ্ন এলো
হৃদয় বনে ফুল ফুটিল
প্রজাপতি হয়ে মন
সেই বনে উতল হলো
মেঘের ডাকে গহীন মনে
বিরহের সুর বাজিল।
       ------o----