মেল আঁখি
------------
রাত পোহাল ডাকল পাখি
খোকন সোনা মেল আঁখি
সূয্যি মামা উঠলো পূবে
সোনার আলোয় ভরিয়ে দেবে।


হাসি হাসি মুখটা তোমার
কি যেন এক স্বপ্ন দেখে
জানলা দিয়ে মিষ্টি রোদ
আদর দিলো সেই মুখে।


দুধি বাছুর ডাকছে তোমায়
হাম্বা হাম্বা রবে
নিমটি বিড়াল মুড়ি খাবে
উঠলে তুমি তবে।


ভোলা কুকুর তোমায় খোঁজে
উঁকি দিয়ে বারে বারে
বাবা গেল মাঠের কাজে
ফুল নিল সব চোরে।


মা উঠেছে কোন সকালে
তোমার মূখে চূমে
এবার তুমি ওঠো সোনা
আর থেকোনা ঘুমে।
     ------o-----