বংশের বাতি
************
আমি যখন থাকবো না
আমার কিছু থাকবে না
আমার কোন পুত্র নাই
বংশ আমার রইলো না।


একটা ছেলের আশায় আশায়
পাঁচটা মেয়ে হলো
মেয়ে যাবে অন্য ঘরে
আমার ঘরে কি থাকলো।


আমরা যখন বুড়ো হবো
দেখার কেউ থাকবে না
পুত্র বধুর আদর যত্ন
আমার ভাগ্যে হলো না।


মেয়ে যতই বড় হোক
অন্য তাহার ঘর
ছেলে একটু খারাপ হলেও
আমার বংশধর।


মেয়ে বেশি ভালবাসে
সত্য বারতা
বংশের বাতি না থাকিলে
জীবনটা যে মিথ্যা।


একটা ছেলে না থাকিলে
ঘর শূন্য রয়
লোকের কাছে নিজেকে
ছোট মনে হয়।


ছেলে একটা ঘরে থাকলে
মনে জোড় থাকে
পুত্রহীন হলে সবাই
অসহায় ভাবে তাকে।


ছেলে নাই ছেলে নাই
মনের মধ্যে হাহাকার
ছেলে ছাড়া ভব নদী
কেমনে হব পার।
       -----o----
*এই কবিতায় বাঙ্গালী সমাজের একটি কুসংস্কার চিত্রায়িত করার চেষ্টা করা হয়েছে।