তোমার চরণে
********
জানি প্রভু সকলি তোমার খেলা
জীবনের এই পথ চলা,
তোমারি কারনে এসেছি ভূবনে
তোমারি আদেশে ফিরিব আবার
তোমারি চরণে,
জানি সকলি তোমার খেলা।
এই পথ চলা তোমারি আদেশে,
এই গান গাওয়া তোমারি আশীষে,
এই নিদারুন জীবন সংগ্রাম
পথের কাঁটায় কত রক্ত ঝড়ালাম,
সকলি তোমার ইচ্ছা পূরনে
চাহিব না কিছু প্রতিদানে।
সুখ মোর নহে কামনা
দুঃখ জয়ের না করি সাধনা,
সকল কর্ম মোর তোমারি চরণে
প্রভু তোমার ইচ্ছা পূরনে।
দুঃখ তাই নাহি মোর গানে
প্রয়োজন নাহি প্রতিদানে,
সুখের লাগিয়া কর্ম যে করে
দুঃখ আসি ব্যর্থ করে তারে।
         -------
-সুনিল বরন হালদার