ধীর পায়ে চলতে শুরু
এক পা দু পা করে হাঁটতে শেখা
হাঁটি হাঁটি পা করে এগিয়ে যায়
হুট করে ছুটে চলা
কখনো উচ্ছ্বাস
কিছুটা বিড়ম্বনা
অনেকখানি আনন্দ
হয়তোবা গ্লানি
ক্লান্ত চোখের কোণে
দীর্ঘশ্বাস।
ছুটে চলা গতি ফিরে ধীরতায়
কত মনের সাথে লেনদেন
কত জনের সাথে কথা রাখার খেলা
কত কথা জমাটবদ্ধ আজ
ধূলোয় ধূসর
পর চোখে নির্ভরতা
ঠোঁটের কোণে ম্লান হাসি
আর কিছুটা দীর্ঘশ্বাস ছেড়ে
সে গোধূলি লগ্নে ফুরায় আলো
ফুরায় জীবনের গল্পের ঝুলি।


_হালিদে এদিব