আমার কৈফিয়ত দেবার জায়গা কোথায় ?
চারিদিকে শুধুই কৈফিয়তহীনতার দুলদুলে
চেহারারা ওঁত পেতে থাকে। নিরন্তর।
ফাঁক পাইনা এক রত্তি।
তবে কী আমার কৈফিয়তগুলো মস্তিষ্কে জমাট
বেঁধে ঝরাবে অগ্নিগিরি? অথবা হিমবাহ।
জবাব মেলেনা।
যে করেই হোক আমার কৈফিয়তগুলো ছাড় করাতেই
হবে, আশ্বিনে নয়তো আরেক সেপ্টেম্বরে।
এর অন্যথা হলে জব্বার পাগলার সনে দস্তি
আগাম চৈতে।
ছাড় নেই, আখেরে কৈফিয়ত অথবা খাগড়াছড়ির
আলিঙ্গন অবধারিত।
আমি প্রস্তুত। এবার জমির আলীর পালা।