তুমি যদি হও মাধবী আমার
আমিও তোমার হবো,
তোমার দুটি পর্বত মাঝে
আট মাস কথা কবো।


তোমার শাড়ির ভাঁজে ভাঁজে
খুঁজবো বেগতিক ঘ্রাণ,
যে ঘ্রাণে মিশে ঢালবো বিন্দু
ব্যাসার্ধে জুড়াবে প্রাণ।


তোমার যৌবন ঘ্রাণের তৃপ্ত সুধায়
আমি হবো দিশেহারা,
তোমার শিরা উপশিরায় বইবে
তপ্ত ফলগু ধারা।


সে ধারায় তুমি পুলকিত দেহে
চিৎকারে শিৎকারে,
মাঝ দরিয়ায় আমিও সখি
ঢেউ খেলি বারে বারে।


মেকি নয়, খাঁটি সে জলকেলি।
জাহেরে অশ্লিলতা,
আলো-আঁধারে তাই বারে বারে
অষ্ফুট সরবতা।


অকৃত্রিম সেই অশ্লিলতায়
দুর্নিবার আকর্ষণ,
আর বার তাই শুকতো ঘ্রাণে
ফেরানো যায় না মন।