কবিতা -
"টুঙ্গিপাড়ার সেই ছেলেটি"
-মোঃ আব্দুল হামিদ সরকার


লিকলিকে একটি ছেলে টুঙ্গিপাড়ায় হাঁটতো,
এক চিলতে হাসি দিয়ে সবাইকে ভালোবাসতো।
লাল সবুজের কেতন হাতে মাথা উঁচিয়ে চলতো,
দুগ্ধ হাতে মা সদা খোকা বলে ডাকতো।
হস্তে তার যাদুর বাঁশি মাথার কেশ কালো,
সাম্য, মৈত্রী, উদারতার মানবদরদী আলো।
বর্ণমালার পুঁথি হাতে চলতো সদা পাঠশালায়,
ছিন্নহারা শিশুর মাঝে সাহায্যের হাত বাড়ায়।
মাথার ছাতা, গায়ের চাদর বিলিয়ে দিতো তাই,
বলতো সবাই একি ছেলে দ্বিতীয় হাতেম তাই।
বাংলার মাটি, আকাশ বাদল প্রিয় সূর্যের মুখ,
প্রতিবাদী কন্ঠ তার ঘুচাবে বাংলার দুখ।
শোষণ মুক্ত বাংলার প্রত্যয় সবুজ শ্যামল ছায়া,
বক্ষে তার উছলে পড়া দেশের জন্য মায়া।
ভীনদেশীদের হাত থেকে মুক্তির দিলো ডাক,
লক্ষ প্রাণের বিনিময়ে উড়লো পায়ড়ার ঝাঁক।
মধুমতির তীরে বলতো শিকল ভাঙার গান,
তিনি মোদের জাতির জনক শেখ মুজিবুর রহমান।