আমি কেনো এতো অসহায়, আমি কেনো এতো নিষ্ঠুর,
হৃদয়ে আমি নিয়ে বেড়াই অগ্ন্যুৎপাত,
আমি কি হতে পারবো না শান্ত দৌত্য ,
সবার কথা কেনো আমার লাগে বিষাক্ত সাপের মতো ।


কেনো সুন্দরবনের সুন্দর হরিণীর বাঘ আর সিংহ হয় শত্রু,
কেনো সমাজের চোখে এতো ভর্ৎসনা,
কেনো সুন্দর জীবনে এতো সহিংসতা,
কেনো আত্মহত্যা মহা পাপ?
কেনো আমার মনে এতো গুলো রাস্তা,
কেনো সবার মনের মধ্যে আমি একজন নরপিশাচ,


হরিণী" তুমি চাও না, আমার মুখের হাসি ।
তুমি কি চাও না, তোমার চোখের দিকে তাকিয়ে থাকি ।
তুমি কি চাও না, আমি তোমার পাশে বসে থাকি ।
তুমি কি চাও না, তোমার হাত ধরে আমার কাছে নিয়ে আসি ।
তুমি কি চাও না, ঠুঁঠুঁ চুম্বন করে হৃদয়কে শান্ত করি ।


হরিণী" আমি পারবো না সইতে, কেউ ধরুক তোমার হাত ।
আমি শপথ নিবো, আমার তরবারি ধুবো তার রক্ত দিয়ে।
আমি পারবো না সইতে, তুমি অন্যের জন্য লাল শাড়ি পরে থাকো ।
আমি শপথ নিবো, ধ্বংসলীলা করে দিবো ভূমণ্ডল ।


তুমি কি আমার নামের পদবী টা নিবা না ?