আজও ভালোবাসি সেই মেয়েটি কে,
যার কথা ভেসে আসে আমার দুই কানে।


নাম তাঁর রেশমা,
             বাড়ি তাঁর পাবনা।


মনের দুর্গম থেকে দেখেছি
                     সে অনেক সুশোভনী,
পাগল হয়ে গেছি তাঁর আয়তলোচনের
                        কাজল মাখা চাহনিতে।


মনোজ্ঞ চুলের ঘ্রাণে আমার
                 বহিরঙ্গ হয়ে যায় সাদা কাঁশফুল,
কান্তিমান্ চেহারায় গোধূলির মত
                  লাল টিপ মনে হয় কামিনী ফুল।


দুই ঠোঁটের মধ্যস্থলে উৎফুল্ল হাসি
                  দেখে আগ্রহান্বিত হয় আমার মন,
মৌসুমী বাতাসে ছুঁয়ে দিলাম
                        আমার সু তীক্ষ্ণ চুম্বন।


অবোধ্য আকাশকুসুম অম্লজানের মত হারিয়ে
                      ফেলেছি অজানা এক কুয়াশায়,
এখনো অমর হয়ে আছি তুমি আসবে বলে
                    এখনো আছি তোমার অপেক্ষায়।