যখন আমরা চাই পানি, তখন হয় না রাজী,
সামনে আমাদের আল্লাহ্ হুকুম আসবে কুরবানী,
কেন তারা তিস্তার বাঁধের ছেড়ে দিলো সব পানি।


আমরা বুঝি না কিছু ভারত পাকিস্তান আর বাংলাদেশ,
আমরা বুঝি আমাদের মাতৃভূমি আমার স্বাধীন বাংলাদেশ।


উত্তর বাংলা আজ জলবাংলায় কেন হয়েছে পরিচিতি?


ফুটত হাসি সবার মুখে আসবে মোদের ঈদের দিন,
খোকা খুকি কিনত নব্য জামা পড়ত ঈদের দিন ।


সুখের হাসি ভেসে গেলো বন্যার কল্লোলে,
দুর্দশা রাখা নেই গো জায়গা চোখে মাখা নোনা জলে।