এইচ আই হামজা
.............................................
যুগে যুগে যারা গেয়েছে সাম্যর গান
মৃত্যুতে ব্যক্তির হয়েছে অবসান,
মানুষ তারা আদর্শ তাদের মহান।
শোষণের বিরুদ্ধে,মুক্তির পক্ষে-
কলম হাতে যুক্তির সাথে ,
উড়িয়েছে যারা বিজয় নিশান।
এইখানে এক হয়ে মিশেছে-
ধর্ম,অভেদ সকল বাঁধা ব্যবধান,
লক্ষে বা অলক্ষ্যে মানুষে মানুষে যারা গেয়েছে মুক্তির গান
মানুষ তারা আদর্শ তাদের মহান।
হযরত,যিশু, বুদ্ধ,মার্ক্স,এঙ্গেলস,
মানব মুক্তির গেয়েছে অবিনাশী গান।
পৃথিবির পথে পথে,দিক হতে দিগন্তে-
এখনো চীর সজিব,
গান্ধী,মেণ্ডেলা, মাদার তেরেসা,থেকে শেখ মুজিব।
মানুষের মুখে মুখে অমলিন ভাস্বর,
এখনো বাজে সেই গান মুক্তি আর সাম্যর।
সাত মহাদেশ,শত ভাষা,হাজার সংস্কৃতি-
অন্ধকার থেকে আজকের সভ্যতা যতসব মানুষেরই কীর্তি।
তবে কেন ভেদাভেদ, হিংসা হুঙ্কার?
কেন এতো গরিমা,চাকচিক্য অর্থের ঝঙ্কার?
দেখো মানুষ আমরা রক্ত এক,এসো গাই মানবতার গান।
আমাদের ঘামে, শ্রমে আর ফসলে-
কর্ম এবং মর্মে বাজুক এক আহ্বান,
মানুষ আমরা আদর্শ এক এসো হই মহান।