সাগরের উত্তাল ঢেউ,মায়াময় অরণ্য।
নিসর্গ পাহাড়ের বুকে মেঘ-
মেঘের নিচে স্বর্গরাজ্য,
যদিও সাম্রাজ্য বিস্তারে শকুনের চোখ চেয়ে আছে
কালো কালো মানুষের লাল সূর্য চোখ!
ওদের কেউ এখনো পৃথিবী দেখেনি!
দেখেছে বেঁচে থাকার লড়াই?
লড়াইয়ের অন্যপিঠে-
নিত্যকার খোরাক যেখানে সেই সমুদ্রের পাড়।
হীরের খনিতে চাবুক হাতে সভ্যতার খুনি ধবল মানুষেরা-
যারা একদিন স্বপ্ন দেখাবে বলে আজ স্বপ্নের ইজারা নিয়েছে।
আমি সেই সব বঞ্চিত আফ্রিকানদের কথা বলছি,
আমি বলছি,
যেখানে মানবিকতা আশ্রয় নিয়েছে মাদাগাস্কার বা সোমালিয়ার গহীন অরণ্যে।
চোখ ধাঁধানো রূপকথার ভীরে
লুকিয়ে আছে কালো অন্য এক ইতিহাস।
ওরা এখনো দেখেনি,
দেখেনি সভ্যতার আড়ালে-
লুকিয়ে থাকা অমানবিক আরেক সভ্যতা।
আমি আফ্রিকার কথা বলছি,
আমি বলছি সেই কালো মুষ্টিবদ্ধ হাতের কথা।
আমি মানুষের জয়গান শুনেছি নিপীড়িতের মুখে,
আমি আফ্রিকানদের এক রঙিন স্বপ্নের কথা বলছি।
যা ওরা প্রতিনিয়ত দেখে!
সভ্যতার পিশাচেরা বারণ করে স্বপ্ন দেখতে,
তবুও ওরা স্বপ্ন দেখুক-
অনাবিল শান্তি,সাম্য আর স্বাধীনতার।
ওরা স্বপ্ন দেখুক উড়ন্ত পাখি হবার।