কতোগুলো বাচ্চাসমেত মা মুরগী
সারাদিন ঘুরে আর কুটকুট করে খায়।
মায়ের আদর,ভালোবাসায় ছোট্ট ছানাগুলো বড় হয়ে উঠে।
ছোট ছোট মায়াবী চোখ,এদিকওদিক চাওয়াচাওয়ি আর ছোট্ট শরীর নিয়ে উঠানময় হাটাহাটি,চিকচিক ডাকাডাকি এখন আর নেই।
বাড়ির আঙ্গিনা যেন বিরান,খা খা করছে চারপাশ!
পুষ্ট ও নাদুসনুদুস ছানাগুলো কুটকুট করে খেতে আসে না-
রোস্ট,রেজালা হয়ে টেবিলে খাবার হওয়ার অপেক্ষায়।
এভাবেই একদিন মা মুরগী একা হয়ে যায়
মা মুরগীটি বড় একা,ভিষণ একা!
বিমর্ষ বেদনে,একাকীত্ব মন,
শোকের পাথরচাপা বুকে আবার ডিম দেয়
বাচ্চা ফুটে,খাবার হয়ে আবার হারিয়ে যায়!
মানুষের রুচির কাছে পরাস্ত হয় ভালোবাসার ক্ষুদ্র প্রাণ।
মা মুরগীও একদিন খাবার হয়ে পাতে আসে,
গলাধঃকরণ করে তৃপ্তির ঢেকুর তুলে আমরা দাঁত খিঁচিয়ে খুনো হাসিতে স্বাদের তারিফ করি।
আহ মুরগী ছোট্ট মগজের প্রতিবাদহীন এক ক্ষুদ্র প্রাণ!