লক্ষ্মীটি আমার,
এই তো আর মাত্র কটা দিন!
ফাগুণের আগুন রাঙা প্রভাত শেষে
কোন এক অজানা আগন্তুকের বেশে
অথবা,
ঝি ঝি ডাকা গোধূলি সন্ধ্যায়
আমরা আবার-
ঈশ্বরের কাছে প্রার্থনা করবো।
হে ঈশ্বর,
সমস্ত জমিন থেকে
ভালোবাসার সকল দেয়াল তুমি তুলে নাও,
ভালোবাসা এক মহৎ,এবং পবিত্রতম
শুদ্ধতার এক বৃহৎ প্রকাশ।
হে ঈশ্বর,
দোহায় তোমার,
আমাদের পবিত্রতম প্রেমে তোমার স্বহস্ত অঙ্গীকারনামা চাই!
লক্ষ্মীটি আমার,
আমার মন বলছে-
আসছে শরতে আমরা আবার মিলিত হবো
প্রিয়তমা,অভিমান করো না।
আকাশের মেঘকেটে যেমন সূর্য উদিত হয়
দেখো,সোনালি সকাল আমাদের আসবেই
লক্ষ্মীটি আমার
এই তো আর মাত্র কটা দিন!
জেলখানার বাবুর্চি একবার বলেছিল
ওদের সাথে ভালো আচরণ করলে আমার সাজা কমিয়ে দিবে
বিশ্বাস করো,
আমি সেই থেকেই অপেক্ষায় আছি।
কবে ভোর হবে-
কখন আমাদের দেখা হবে,
মাঝে মাঝে মনে হয়
প্রতীক্ষার পালা যেন অনন্তকাল হয়ে হারিয়ে গেছ মহাকালের গর্ভে।
লক্ষ্মীটি আমার,
এই তো আর মাত্র কটা দিন!
ওরা বলেছে আসছে নবান্নে রাষ্ট্রপতির বিশেষ ডিক্রিতে
বেশ কিছু কয়েদিকে মুক্তি দিবে
তুমি দেখো,
আমি ঠিক বেরিয়ে আসবো
তুমি আসবে তো আমাকে বরণ করে নিতে?
লক্ষ্মীটি আমার,
এই তো আর মাত্র কটা দিন!