মিথ্যে তুমি,মিথ্যে আমি
বড় মিথ্যে যখন সংসার
হেঁয়ালি মন তখন কাব্য লেখায় ব্যস্ত।
তখন কেউ কেউ ফুলের বাসর সাঁজায় দারুণ আল্পনায়।
অথচ উপেক্ষিত স্বপ্নের কারিগর
আকাশের সব রঙ এক হয়ে ঘৃণার বৃষ্টি ঝরায়
তখন বড্ড বেশি বেমানান লাগে নিজেকে
যেন সব তারা খসে যাবে,নিভে যাবে সূর্যের ত্যাজ।
মিথ্যের প্রলয়ে নিত্য আগুন জ্বলে
সভ্যতা হাসে দারুণ কোলাহলে  
কেউ কেউ মিথ্যের সিঁড়ি বেয়ে বহুদূর হেঁটে যায়।
তখন আষাঢ়ে গল্পের ঝাঁপি খুলে বসে ক্যাবিনেট
অথচ অন্ধকারে শকুন হাসে
গুটি গুটি পায়ে এগিয়ে আসে ঘোর অমানিশা
ওরা জানে না পতন যখন ঘনিয়ে আসে
তখন পদে পদে ভুল হয়।
প্রেমের মূল্য নেই যতোটা আছে বিত্তের।
মেধার মূল্য নেই যতোটা আছে শঠতার
তাসের ঘর একদিন ভেঙ্গে পড়বে।
ঠিক যেমন ফেরাউনের পতন হয়েছে।
নিয়ানডারথাল মানুষ যেমন আজ শুধুই ইতিহাস
একদিন ইতিহাস হবে তোমাদের অহংকার।