যে আগস্ট পিতা হারাবার
রক্তপ্লাবনের স্মৃতি বয়ে,
সে আগস্ট তুমি এসো না।
তের শত নদী কেঁদে কেঁদে
বঙ্গোপসাগরের বিস্তীর্ণ জলরাশি পূর্ণ করেছে বেদনার নীল বিষে।
ছেষট্রি হাজার গ্রামের সবুজ মৃক্তিকা হুহু করে কেঁদে উঠে
কি এক দারুণ বিমর্ষ চিত্তে।
শকুনের লালায়িত চোখ এখনো তীক্ষ্ণ ফলার মতো চেয়ে আছে,
এতো রক্ত,এতো লাশ,তবুও হয়নি ক্ষান্ত ওরা।
হে অভিশপ্ত আগস্ট পিতাহারা সন্তানের কান্না কি শুনতে পাও,
শুনতে কি পাও,মাসুম রাসেলের অবুঝ কান্নার মাঝে ঘৃণার করুন আর্তনাদ?
যে আগস্ট পিতা হারাবার
রক্তপ্লাবনের স্মৃতি বয়ে,
সে আগস্ট তুমি এসো না।
রক্তপ্লাবনে যে বাংলার ইতিহাস
সে ইতিহাস আমার পিতার।
বুক তাঁর টান টান আদর্শে অবিচল
উদ্দীপ্ত,গ্রীবা তাঁর বজ্রনিনাদ কণ্ঠ।
যে ইতিহাস আমার পিতার,
সে নিকষ কাল রাতের বেদনার্ত ইতিহাস আমি চাই না।
যে আগস্ট পিতা হারাবার
রক্তপ্লাবনের স্মৃতি বয়ে,
সে আগস্ট তুমি এসো না।