যখনই বিশ্বস্ত রাতের কাছে নিজেকে সমর্পণ করি
তখন আঁধার ঘনিয়ে আসে সমস্ত সভ্যতায়।
যখন কালঘুমে নিমগ্ন থাকে চারপাশ
তখন ফুলের সুবাসে ভরে ওঠে
সদ্য ভূমিষ্ঠ শিশুর কোমল হাসি,
অথচ,
যারা উচ্চমার্গীয় তারা অন্ধ গলিতে হাটে অবিশ্রান্ত।
আর অন্ধ নড়ী হাতে আলো ছড়ায়
সমগ্র রাজ্য পাটে অতি সন্তর্পণে,
যখনই রাতের কাছে প্রার্থনা করি!
আকাশ ভরা পৃথিবীময় জোছনার কথা
তখন অব্যাহত রাত আমাকে বিধ্বস্ত
করে স্বপ্নদোষের অলিক তৃপ্ততায়
অথচ,
দিন কি দারুণ রুষ্ট আমার অকৃতজ্ঞ বিবেকের কাছে।
আমি কি এই অপরাধের দায় এড়াতে পারি?