নিঃসঙ্গ এই প্রহরে
জানতে চেও না কেমন আছি
বরং একফালি রোদ নিক্ষিপ্ত করো
যেন শিহরণ জাগায় আমার সর্বাঙ্গ।
যেমন গতরাত তোমাকে ভেবে কেটেছে আমার মুহূর্তগুলো
আজও তুমি কাঙ্ক্ষিত,
অদৃশ্য পাহাড়ে আমার আকাশ,
অবিদিত যা কিছু তাও গতরাতে ভেসেছে অনর্গল।
শেষ রাতের ঠিক দ্বিপ্রহরে তোমাকে ভেবে নিস্তেজ হয়েছে আমার হরমোন প্রণালী
অথচ,এখনো আমি তোমার কামুক শরীরের প্রত্যাশায় উন্মুখ।
ঠিক যেমন করে আমরা মিলিত হওয়ার স্বপ্নে বিভোর ছিলাম।