কাঁদতে কাঁদতে যখন হাসতে শিখেছি!
হারাতে হারাতে যখন সব হারিয়েছি
তখন হারানোর আর কিইবা আছে?
এসো তবে কান্না ও হারানোর মাঝেই প্রকৃত সুখ খোঁজে নিই!
দারিদ্র্যের দেয়াল বড় উঁচু
কতো উঁচু?
সামাজিকতার যন্ত্রণায় ছটফট করে তোমাদের অট্টহাসি।
কান্নাতেই তবে দারিদ্র্যের সুখ?
ভিক্ষুক বলছে ঈশ্বর তোমাকে দেবে যদি আমাকে দাও!
হায় ঈশ্বর তুমি এতোই নিচু?
কেন ঈশ্বর তবে সার্বজনীন নয়?
প্রশ্নটা বেমানান?
তাই যদি হবে তবে তোমাদের ঈশ্বরকে বলে দাও
হে ঈশ্বর আপনি সকলের হউন!
দারিদ্র্য,ন্যায় বিচার!সততার প্রয়োজন তবে কী?
হে ঈশ্বর অনুগ্রহ করুন!
দয়া করে দুচোখ প্রসারিত করে দেখুন
এ বিদীর্ণ প্রান্তরে সবাই কেন উঁচু-নীচুর
জাত,পাত,ধর্ম পরিচয়কেই প্রাধান্য দেয়।