সঙ্গমের আহ্বান,ফুলের সৌন্দর্য,মাতৃস্নেহকে তুচ্ছকে করে একদিন চলে যাবে।
পড়ে থাকবে ঘর,স্বজন নিত্য ব্যবহার্য অথবা প্রিয় জিনিস।
কেউ কাঁদবে বিষাদের করুণ সুরে
হয়তো আড়ালে কেউ হাসবে।
যদি শঠতার বাহক,বা হৃদয়হীন হও!
জমির জয়গায় জমি থাকবে মালিকানা পরিবর্তন হবে শুধু।
অর্থ অথবা সম্পদ একদিন সব তুচ্ছ হবে।
স্বজন হারানোর বেদনা ভুলে যাবে স্বজন।
সুউচ্চ মিনার বা স্মৃতির ফলকে থাকবে না নাম।
যদি হৃদয়াঙ্গম হতে পারো
থেকে যাবো মানুষের হৃদয়ে।
ধার্মিক হওয়ার আগে মানুষ হও।
প্রেমিক হওয়ার আগে একজন পুরুষ হও।
প্রেম ও মনুষ্যত্বের মহিমায় ত্যাগীর নাম
আলিমুল গায়েব লিখে রাখে সোনার অক্ষরে!