উদ্ধত যখন আমার চারপাশ
তখন অবাক বনে যাই
কেন নীরব,নিথর মানবিক মন?
যখন শকুনের থাবায় বিক্ষত কিশোরীর আদুল দেহ
তখন অবাক বিস্ময়ে,তাকিয়ে দেখা ছাড়া আর কিইবা করার ছিল আমার?
অবশ্য শান্তির মাকে কবর দিয়েছি চিরতর
যেদিন,
আমাদের মানুষ হিসেবে জন্ম হয়েছিল গত আকালের সময়ে!
যদিও এখনো নিজেকে মানুষ দাবী করে ভুল করে বসি মাঝে মাঝে
সত্যিই তো আমরা মানুষ,হাসি,খেলি,খাই,
এটা আমাদের শেষ পরিচয় বৈকি আর কিছু কি হতে পারে?
এই যে,এইখানে,প্রতিদিন,প্রতিরাতে যখন ধর্ষিত হয় আমার বোন
তখন আমি চুপ থাকি,
নীরবে শান্তির ভুয়ো ঝাণ্ডা উড়িয়ে কেতাবি বাণী শোনাই
তখন নিসঙ্কচ চিত্তে আমি ধর্ষণকেই প্রশ্রয় দেই
আমিও ধর্ষিত হই আমার বিবেকের কাছে
আমিও ধর্ষিত হই আমার চেতনার কাছে
আমিও ধর্ষণকে জায়েজ করে দিয়েছি আমার এই পবিত্র ভূমিতে
অতঃপর আসুন আমরা সমবেত সুরে নিপীড়ন বিরোধী একটি গান বা কবিতা লেখে আমরা আমাদের শ্রেষ্ঠত্ব দাবী করি।