ডাহুক পাখির সদ্যজাত দুটো ছানা ধরে
ফাঁদ পেতেছে দুপেয়ে এক দৈত্য।
মা পাখি চারপাশ ঘুরঘুর করে অবিরল ডাকছে,
ছানারা বন্দী,অসহায় দৃষ্টিতে চেয়ে আছে।
মা পাখির দিকে তীক্ষ্ণ চোখে দুপেয়ে দৈত্য-
শিকারের প্রতীক্ষায় প্রহর গুনছে।
ছানাদের পাশ ঘেঁষে মা ডাকছে অবিরাম,অন্তহীন,
ছোট ছানারা পিঞ্জিরায় বন্দী,আকাশে অজস্র পাখি উড়ছে ।
মায়ের আদরে ডাক,অবিরল ছুটাছুটি-
ছোট পিঞ্জিরায় ছটফট করছে অবুঝ দুটি প্রাণ,
দৈত্যর মন গলছে না,শিকারের অপেক্ষায় এখন মা।
ভালোবাসার দুর্বলতায় ছোট পিঞ্জিরায় অবুঝ তিনটি প্রাণ
এক হয়েছে বটে,ছলছল চোখে চেয়ে আছে সুদূর দিগন্তে।
নাদান শিকারি প্রাণী বটে,মানুষ হতে ঢের বাকী!
লোভের বলি তিনটি তাজা প্রাণ,
ছানারা মুখ ফোটে বলুক আর নাই বলুক,
মায়ের অভিশাপে চূর্ণবিচূর্ণ হতে কতদূর?
বাস্তবতায় পরাজিত ডাহুকের দল দুদিন পর মরে গিয়ে
ঈশ্বরের কাছে বিচার দিয়েছে
ঈশ্বর তুমি,কালা না হয় বধির অথবা অন্ধ-
তোমার চেতনা ফিরে আসুক!
আশরাফুল মাখলুকাত মানুষ হবে কি?
দৈত্যরা গিলছে পৃথিবীর,পৃথিবী নিবে না কি তাঁর প্রতিশোধ!