অন্ধ চোখের খোলা দরোজা দিয়ে দেখো
কতটুকু মসৃন ছিলো বিগত দিনের
সংকুল পথ।
স্রোতের বিপরীতে এতকাল হেঁটে
যখন ক্লান্ত প্রাণ এক
তখন অন্ধকারে ভীড় ঠেলে
দাড়িয়ে আছে অনাগত এক বিমর্ষ সকাল।
শত কানন মাড়িয়ে স্নিগ্ধ কানন খোঁজা বোকামি নয়?
জীবন নদীর কিনারে এসে
বালুকণার শূন্য মরীচিকার ধূসর সাগরে
পালহীন প্রবীণ এক মাঝি।
স্মৃতির বৈঠা হাতে অবিরত স্রোত খোঁজে
ফিরে।
অথচ কতো সোনালী সকাল হেলায় এসেছি ফেলে।
এ জীবন প্রবাহমান আপন নীড়ের চলে সন্ধানে।
কোথায় মিশেছে তার অথৈ গতিপথ
কে বা কার,কে তাঁর?