ইচ্ছে ঘুড়ি যখন তখন,
ঐ আকাশে উড়ে
স্বপ্নডানা ভাসিয়ে দিলাম,
দৃষ্টি অনেক দূরে।
রাতের আঁধার
কাটিয়ে আবার
উঠবে নতুন সূর্য।
যুদ্ধ হবে,যুদ্ধে যাবো
বাজবে আবার
মুক্ত হবার
সৈনিকের ঐ রণতুর্জ।
আসবি কারা,বাঁধন হারা
লড়তে হবে এবার
মিছিল মিছিল মিছিল হবে
এই মিছিল মুক্ত করার,
এই মিছিলে শ্রমিক,কিষাণ
ছাত্র যুবক ওড়াবে নিশান
এই মিছিলেই আসবে জয়
যুদ্ধ শেষে আসবো ফিরে
যুদ্ধ করে জয়
এই মিছিলে আসতে হবে
এই মিছিলেই আসবে জয়