বসন্ত আসে বসন্ত যায়
এক রাজার কুমার কুমারীর প্রতীক্ষায়
রোজ কলমির স্নিগ্ধজলে সুমিষ্ট সুরে গান গায় হংসবালক
কেউ কেউ নেচে ওঠে আপন ছন্দে
যেমন দোলা দেয় সোনালি ধানের শিস
পেছনে পড়ে থাকে না বলা কথার অস্ফুট ব্যথা
এভাবেই কেটে যায় বসন্ত।
দুচোখে আকাশভরা স্বপ্ন!
কেউ একদিন হাত রাখবে,
বুকে মাথা রাখবে,ঠোঁটে ঠোঁট।
গল্পছলে কেটে যাবে ঘোরলাগা রাত।
জানালায় পাখি কলতানে যখন ঘুম ভাঙবে
তখন আড়ষ্ট কুমারীর সলজ্জ হাসিই কুমারের পুষ্পশোভিত স্বর্গ।
মেয়ে,তুমি কি আমার সেই কল্পকথার গল্পের রাজকুমারী হবে?
ঘোড়ায় চড়িয়ে,তেপান্তরের পথ মাড়িয়ে,
হারিয়ে যাবো কোন এক স্বর্গপুরে।