না হইলাম শিল্পী বন্ধু,না হইলাম কবি
,এ জীবন যেন এক ছবি।
না বলা কতো কথা শুধুই আজ মর্ম গাঁথা,
কেন শুরু,কেনই বা শেষ
কেন হল দেখা,চন্দ্র সূর্যের মায়াময় এমন রূপ লহরি বেশ?
আঁধারে জোনাক পাখি কেনই বা বিলায় আলো
কেন,কোথা হতে এলো,সাদা এবং কালো?
কোথায় বসি কে উড়ায়,কে এ খেলার রেফারী?
কেন ধনী গরীব কেনই বা পাগল বেশে ফেরারি,
তুমি খেল মজার খেলা আমরা হলাম ঘুড়ি!