আমার বুকের শহরে ঝুম বৃষ্টি নামুক
স্রোত বেয়ে নেমে আসুক কোলাহলে ভরা
যৌবনের সমস্ত উত্তাপ।
বৃষ্টির শহরে নৈশব্দের একাকী ফেরিওলা ,
গোলাপের সৌন্দর্য অথবা বাঁশির বিমুগ্ধ সুরে শহরের সমস্ত উর্বশীর ঘুম ভাঙুক,
প্রেম অথবা আলিঙ্গনের আবহনে মিশে যাক বৃষ্টিধারা।
উচ্ছল মন ফিরে পাক অবাধ্য কৈশোর অথবা যৌবনের প্রথম প্রেম।
এ শহরে আজ রজনীগন্ধার বৃষ্টি ঝরুক,
কপোত কপোতীর হাসির সম্মিলনে বয়ে যাক মুক্তধারার ঐশ্বরিক ঝলক।
তবুও প্রেম জেগে উঠুক খুনির চিত্তে,
প্রেম জেগে উঠুক সাবলেটে ভরা শহরের সকল ফ্ল্যাটে।
প্রেম জেগে উঠুক ভয়ঙ্কর হায়েনার হৃদয়ে,
জেগে উঠুক প্রাণের প্রতি প্রাণের প্রেম।