কবিতার নায়কা এখন অতীত,
ডায়রীর পাতায় অতীতের শত স্বপ্নের বিবরণ।
দুষ্টুমির ছলে কবিতার পঙক্তিমালায় এখন বিষাদের করুণ যন্ত্রণা।
হায় কবিতা এতোটা নিষ্ঠুর তুমি?
এতোটা পাষান কেন হলে!
সবুজ মেহেদী পাতার মতো কোমল হৃদয় আজ রক্তাক্ত।
সমুদ্রজলের মতো উচ্ছল প্রাণে আজ করুণ বিউগলের সুরে কেঁদে উঠে কঠিন পাথর।
এমনটা কি হওয়ার কথা ছিল কোনোদিন আমাদের?
কথা ছিল গোলাপের পাপড়িযুক্ত বিছানায় সারারাত গল্পে গল্পে কাটিয়ে দেব শত নিশি।
হায় আজ চোখের নোনাজলে বালিশ ভিজে একাকার।
কবিতা আমার এতোটা নিষ্ঠুর কেন হলে?
ভাবনার খেরোখাতায় অসংখ্য উড়ন্ত চিঠির উত্তর আজও পেলাম না।
প্রিয়তমা,শুনতে কি পাও হৃদয়ের গহীনে বেজে উঠা বিউগলের করুন চিৎকার!
ঠোঁটের উষ্ণ হাসিতেই সব দুঃখ ঢেকে রাখা যায় না,
কিছু কথা থাকে প্রকাশ্যে সব বলা যায় না।
সুপ্রিয়া শীতের সকালের উষ্ণ রোদ হয়ে এসো।
রাতের চাঁদ,অথবা গোলাপ,চামেলি জুই হয়ে এসো।