.
বিভেদের সীমারেখা মুছে ফেল বন্ধু
চলো আকি গোলাপের গালিচায়
নতুন এক মানচিত্র।
আমাদের মানচিত্রে জন্ম নিবে সীমাহীন অঝস্র
শান্তির গোলাপ।
আমরা গোলাপের গান গাই
আমরা সাম্যর গান গাই
চলো বন্ধু সভ্যতার লাল তিলকে এঁকে দেই
নতুন এক সভ্যতার পাপড়ি নিমীলিত পথ
শিশুর অবারিত হাসিতে আমাদের ঘুম ভাঙুক
জেগে উঠুক যারা অন্ধ, ভীরু সভ্যতার হন্তারক
এসো বন্ধু শিশিরের শব্দের মতন
বৃক্ষের মমতা জুড়ানো স্নেহের মতন
মায়ের স্নিগ্ধ আচলের শপথ নিয়ে
এবার আমাদের অবোধ চেতনাকে জাগ্রত করি
জাগৃত হোক আমাদের বোধহীন আকালের সমস্ত ভূমি।
আমরা গোলাপের গান গাই
আমরা সাম্যর গান গাই
আমাদের গানে রচিত হোক ঈশ্বরের বাণী।  

তাং/ ১৬/০৩/২০১৮