এ শহরে ভিখারি আছে,পতিতা আছে-
বিলাসী গাড়ি,মন্দির,মসজিদ আছে,
আছে কল্পনার রঙে আঁকা যুবকের প্রেম।
প্রাণের শহরে প্রাণী আছে,প্রাণ নেই!
ফুলের গন্ধ,সবুজের আবহ
পাখির কলতান,শিশুর উচ্ছ্বাস-
বিশুদ্ধ বাতাস,আদিগন্ত আকাশ নেই।
আছে বাহারি হোটেল,দামি ডাক্তার,নামকরা উকিল,বিখ্যাত অভিনেতা-
দালাল ক্রেতা-বিক্রেতা।
এখানে চেতনার বিষাক্ত শকুনেরা সর্বত্র
ফেরি করে আগামীর স্বপ্ন।
এ শহরে অন্ধ কবির মেলা বসে
চকচকে মোজাইককৃত এসি রুমে।
গাঁজাখোর বুদ্ধিবেশ্যার চটকদার কথা কিনে নেয় ধাপ্পাবাজ মিডিয়া,
রেস্তোরাঁর আরাম কেদেরায় বসে আয়েশি চুমুকে বুঁদ হয়ে বসে থাকে সাংবাদিক!
এ শহরে বিচারক,নেতা থেকে ধর্মবেত্তা সব কেনা যায়।
কেনা যায় না শুধু মানবিকতা,মনুষ্যত্ব।
স্বপ্নরা বিক্রি হয় তোপখানার অলি-গলির পার্টি অফিসে,
এ শহরে নারী হয় পণ্য
আর পণ্য আকাশচুম্বী।
চেতনার ক্যানভাসে উড়ে হাইব্রিড দাঁড়কাক,
নালায় বা ফুটপাতে ব্যবহৃত কনডম পড়ে থাকে
কনডমের ভীতরে পড়ে থাকে দৃশ্যত দেবতার অস্ফুট প্রাণ চল্লিশ কোটি শুক্রানো
যা সৃষ্টি করে মহাবিশ্ব,অজুত কোটি মহাপ্রাণ।
এখানে উচ্ছিষ্ট ভোগীরা কোলাহলে মাতে অহর্নিশ।
এ শহরে শ্রমিক যাতনার নীল বিষে হুর খোঁজে না!
অবিশ্রান্ত মননে গেঁথে চলে সভ্যতার নীড়।
মিথ্যে প্রতারণার জালে আবিষ্ট এ শহর।