অচেনা এই পথে যাত্রা সুদীর্ঘকালের।
নিরুদ্দেশের যাত্রায় এখনো বহুপথ বাকী,
যে যায় সে জানে এই পথ অন্তহীন।
রাখালের দল,মাঠের কৃষক,ঘাটের মাঝি ওরা জানে এই পথ কতো দুর্গম,
দূরের আকাশ,নদীর জল,সবুজ মাঠ,বিস্তীর্ণ জনপদ তাহাদের অপেক্ষায়।
যদিও সোনালি সকাল এখনো ঢের দূরে,
তবুও ডাহুকের দল ডেকে যায়।
অবিশ্রান্ত বিকেলে যখন সূর্য ডুবে
যখন নীড়ের পথ ধরে ফিরে যায় কালের পাখি
তখনো কেউ কেউ স্বপ্নের বীজবুনে দল পাকায়,তৈরি হয়।
অপেক্ষার জল জমে একদিন সাগর হবে,অবসান হবে এই লাঞ্চনার,
এই অপেক্ষা অধিকারের,এই অপেক্ষা দীর্ঘ বঞ্চনার চির অবসানের।
ঘুম ভেঙেছে কি কালের যাত্রীর?
ভেঙেছে কি ঘুম তাহাদের,
যাদের পূর্বপুরুষ নিঃশেষ হয়েছে
ক্ষুধার যন্ত্রণায় মরণ সাগর পাড়ে?
নিরুদ্দেশের এই যাত্রাপথে তাহাদের গাই জয় গান
যাদের শ্রমে আর ঘামে,যাদের রক্তে আর কষ্টের নোনাজলে
আধুনিকতা আর প্রাচুর্যেভরা তোমাদের এই তিলোত্তমা।