নিকোটিনের সাদা ধুয়ায় জর্জরিত ফুসফুস
অথচ আজ মেঘহীন রোদেলা সকাল।
রাতের অন্ধকার ভেদ করে খসে পড়ে তারা
একদা উচ্ছল নদীর স্রোতহীন ধূসর বালুচরে চুতিয়াদের মায়াকান্না,
যেখানে চর্চাহীন বেশাতির দয়াতন্ত্রের নয়াবাজারে উন্নয়নের আমূল ছোঁয়া
অথচ কথা ছিলো সাম্যের চেতনায় বেড়ে উঠবে যুদ্ধ পরবর্তী আগামী।
অথচ শোকাবহ শব্দে বর্ণমালার করুণ ইতিহাস,
নামহীন পবিত্র শহীদের আত্মদান আজ ভূলুণ্ঠিত
কার্বন নিঃসৃত হতাশার কালো দুধে জমজমাট রাজনীতির ব্যব।
চেতনার লাল রক্তে মরিচিকার রাজত্ব,
আত্মদহনের আর্তচিৎকারে প্রকম্পিত সবুজ।
যদিও কথা ছিল ভিন্ন
অথচ ভাইয়ের পিঠে রক্তাক্ত ক্ষতের দাগ বসেছে
বোনের কোমল শরীরে পিশাচের আঁচড়
শিশুর মুখে দুধের বদলে চটকদার বু।