ইচ্ছে করে হারিয়ে যাই
সীমাহীন অন্তপুরের দুর্লভ জনহীন প্রান্তরে,
পাখির কলতান,বাউলের গানে।
যেখানে কষ্টগুলো উড়িয়ে দেবো,
কান্নার সুরে নিজেকেই খুঁজে নেবো
নিসর্গের মায়ায় ভুলে যাবো যাপিত জীবনের সকল ব্যথা।
কষ্টেরা কাঁদাতে চায়,দুঃখগুলো স্মৃতির করোটীতে আঘাত হানে অন্তহীন অবিরাম!
যেন কেউ নেই দেখার,অথবা দেখেও কেউ দেখে না!