বাজার নামের এই হাটে মূল্য ভীষণ চড়া।
কার আগে কে পাবে,এক পায়ে সব খারা,
হাতি ঘোড়া স্বর্ণ বাদ যাচ্ছে না তাও!
খাচ্ছে সবাই পারছে যতো,ইচ্ছেমত খাও।
বলছি যতোই একটু দাঁড়া-
মানবতা কি দেয় না সারা?
হাসছে রাজা মনের সুখে,কাঁদছে প্রজা দুঃখে।
শত কষ্ট মনে প্রজার তবুও কেউ বলছে না মুখে,
তবুও রাজা,মন্ত্রী,পেয়াদা বলছে সবাই বেশ
অারে বাবা এ যে দেখছি,হীরক রাজার দেশ!
রাজ্য আছে রাজা আছে নীতির বড় অভাব
নীতি বেঁচে ভাত খাওয়া কিছু লোকের স্বভাব!