সূর্য প্রায় অস্তমিত,নীড় ফেরা পাখি
অপসৃয়মান গোধূলির আড়ালে নিস্তব্ধ বাঁকা নদী।
বেদনার ধূসর বালুচরে বাজে মূর্ত গানের অজস্র কলি,
অথচ প্রকৃতির প্রয়োজনে পথকলি পেতেছে বাসর।
জোছনা নিঃসৃত উজ্জ্বল রাত,
প্রতারিত প্রেমের উপাখ্যান সাজায় কবি কিশোর!
খোঁজে ফেরে মেহেদি মাখা হাত
কল্পনায় সাজনো বাসর রাত।