কমিশন বুঝো,পার্সেন্টেজ বুঝো
দরিদ্রের দুঃখ কি বুঝো না।
আইনের ফাঁকফোকড় বুঝো
ত্যানা পেঁচিয়ে প্রকল্প গায়েব করতে জানো
বুঝো না দরিদ্রের না পাওয়ার হাহাকার।
নিজ সন্তানের সুখ,স্ত্রীর গয়না,বিলাসবহুল ফ্ল্যাট চেনো-
বুঝো না টোকাই বা ভিক্ষুকের মর্মবেদনা।
শ্রমের মূল্য কি আজও বুঝলে না।
সরকারি টাকা মেরে দিলে,মালে ভেজাল মেশালে গরিবের হক খেয়ে
বুড়ো বয়সে নামাজ ধরলে,হাতে তজবি নিলে
তোমার অঢেল দানে মসজিদ,মন্দির হলো।
কি আশ্চর্য তুমি চোর নও!
হয়ে গেলে বিশিষ্ট সমাজ সেবক,ধর্মানুরাগী
মহান দাতা,সমাজের চোখে বিশাল ধার্মিক!
অথচ মানুষ হতে পারলে না।
ধনে ধনী হলে মনে হলে গরীব
আর দানে হলে ধার্মিক!
তুমি হিন্দু,মুসলমান,বৌদ্ধ,খ্রিষ্টান হলে। নেতা,জনপ্রতিনিধি,ডাক্তার,পুলিশ,ম্যাজিস্ট্রেট বিচারক হলে।
শুধু মানুষ হলে না।