আকাশ হতে যখন বৃষ্টি ঝরে
হিন্দু বলে জল,মুসলিম বলে পানি পড়ে!
ধর্ম,জাতী,নাস্তিকতা নিয়ে কতোই না খেলা হল।
আমার আল্লাহ্‌,তোমার ভগবানের কি পরিচয় বল?
আল্লাহ্‌,ঈশ্বর,ভগবান থাকে হৃদয় নামের মন মন্দিরে
থাকে না তাঁরা মসজিদ কিংবা ইটের বাঁধানো কোন ঘরে
হিন্দু,মুসলিম,বৌদ্ধ,খ্রিষ্টান বলে কেন দিচ্ছ দোষ,
অন্তর চক্ষু মেলে দেখো চারদিকে মরছে শুধুই মানুষ।
মানুষের হাতেই বিদ্যা,জ্ঞান সাধনা,শিক্ষা,সংস্কৃতি,সভ্যতা কৃষ্টি,
মানুষের জন্যই এসেছে ধর্ম,জগতের হয়েছে যা কিছু সৃষ্টি।
তবে কেন বিভাজন,ছিন্ন করো রক্তের বাঁধন,কোথায় তোমার মনুষ্যত্ব!
ধর্ম,জাতী পরিচয় বুঝি না,আমি জানি মানুষই চরম সত্য।