নিম্ন-মধ্যবিত্ত স্বপ্নবান এক তরুণ
অনর্গল কথা বলে কবিতার সাথে
কবিতা না দেয় ভাত,না দেয় বিত্ত।
তবুও কবিতার পঙক্তিতেই তাঁর অগাধ ভালোবাসা।
ডায়রীর পাতায় জমা হয় না বলা
শত কথার মর্মগ্রাহী,
অথচ কি প্রাঞ্জল!বিগলিত মনের অনুবাদ।
এ অনুবাদ না বুঝে সম্পাদক না বুঝে প্রিয়তমা।
প্রকৃতির কি রূঢ় ব্যবহার,
সেও অনিবার্য পরিণতির কথা বলে অবলিলায়!
যারা বুঝার তারা বুঝেও না বুঝার দারুণ অভিনয় করে।
অথচ যে বুঝে না,প্রতি অক্ষরে অক্ষরে তার কি করুণ আর্তনাদ!