সময়ের আবর্তনে চেনা শব্দ,
ভালোবাসার অমূল্য স্মৃতি
মধুর প্রেম মুহূর্তেই বিষাদময়তার রূপ নেবে।  
এবং এটাই সার্বজনীন স্বীকৃত নয় কি?
যদিও পাহাড়সম দুঃসাহসী স্বপ্নরা ভিড় করে,
যদিও অনাবিল সুখের কল্পনায় হারিয়ে যায় কপোত-কপোতীর মন।
পাহাড় বেয়ে নেমে আসে অবিরাম দুঃখের করুণাধারা,
আকাশ হতে ঝড়ে যায় নক্ষত্র,ডুবে যায় চাঁদ?
নদী বদলায় তার চেনা পথ।
তরল থেকে কঠিন পদার্থে রূপ নেয় আমাদের প্রাত্যহিক প্রাণ!
যদিও অন্ধকারে জোনাক জ্বলে,
যদিও নিশি রাতে একাকীত্বের সঙ্গি হয় সীমানাহীন আকাশ।
অতঃপর মূর্খের বিলাপে পরিণত হয় আমাদের দহন কালের গহন যাত্রা,