এই বিষন্ন মন আর ভালো লাগে না,
চলে যেতে ইচ্ছে করে না ফেরার দেশে!
নির্জনতাপ্রিয় এই আমি তোমাদের বিরক্ত করবো না।
ওখানে কেউ প্রতারিত হয় না-
জীবিকার তাগিদ,বা সাংসারিক চাপ থাকে না,
বাস্তবতার কোনো বালাই নেই।
যারা চলে গিয়েছে তারা নিরাপদ,
আমিও যেতে চাই না ফেরার দেশে!
ওখানে ক্ষুধা নেই,তৃষ্ণা নেই-
জাগতিক বেদনার বিরহ নেই,
মিথ্যে আশ্বাস বা প্রতিশ্রুতির ঢাকঢোল নেই।
সর্বত্র ঘুমের রাজত্ব,এ যেন কালঘুমের এক আনন্দীপুর!
আমিও চলে যাবো না ফেরার দেশে!
তোমাদের জাগতিক বেদনার কোলাহল ছেড়ে
ওখানেই বরং চির শান্তি খুঁজে নেব।
অপমান বা অপমৃত্যুর ভয় নেই,
নিম্ন বা মধ্যবিত্তের ছোট ছোট স্বপ্নের হাহাকার নেই।
স্বার্থের বেড়াজাল মুক্ত এক আনন্দঘন কালঘুমের রাজ্য,
ওখানে তাঁবেদারি,পাতি নেতার দৌরাত্ম নেই।
তোমাদের এই অশান্তির নরক ছেড়ে
আমিও চলে যাবো না ফেরার দেশে!
তোমাদের জাগতিক বেদনার কোলাহল ছেড়ে
ওখানেই বরং চির শান্তি খুঁজে নেব
অচিরেই আসছি,হয়তো বা এখুনি!
এই বিষন্ন মন আর ভালো লাগে না।
কিচ্ছু ভালো লাগে না আমার,
যদিও ফুল ভালোবাসি,
যদিও প্রেমে পড়ি
তবুও একার সন্যাস নেব
কালঘুম আমার খুব প্রিয়।
খুব প্রিয়, খুব প্রিয়!